ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

Rupalibank

ছাত্রদলের হেল্প ডেস্কের সেবায় খুশি এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা


স্মার্ট প্রতিনিধি
১৪:৫৭ - মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
ছাত্রদলের হেল্প ডেস্কের সেবায় খুশি এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদলের হেল্প ডেস্ক। হাতে কলম, পেন্সিল, স্কেল, পানি, স্যালাইন নিয়ে দাঁড়িয়ে আছেন নেতাকর্মীরা। কেন্দ্রে প্রবেশ পথে এসব উপকরণ তুলে দেওয়া হচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে। আবার কেউ কেউ সড়কে দাঁড়িয়ে পালন করছেন ট্রাফিকের দায়িত্ব, যানজট মুক্ত করে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে পৌঁছে দিচ্ছেন কেন্দ্রে। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে জরুরি বাইক সেবা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে নোয়াখালী জেলা শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কারামাতিয়া আলীয়া মাদ্রাসার সামনে জেলা ছাত্রদলের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় স্থাপিত ছাত্রদলের হেল্প ডেস্কে এমন চিত্র দেখা গেছে। 

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জেলার সদর ও সুবর্ণচরের প্রত্যেকটি এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদলের এই হেল্প ডেস্ক চালু করেন।

এসময় হেল্প ডেস্কের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এনবিএস রাসেল, নাজমুল হুদা জিকু, বাকি বিল্লাহ তুষার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশ্রাফুল করিম পাবেল, জিয়াউর রহমান রায়হান, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমূখ।

হেল্প ডেস্কের সুবিধা নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, পরীক্ষার প্রথমদিন কেন্দ্রের বাহিরে কোন বসার ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থা না থাকায় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। অনেক অভিভাবক অসুস্থও হয়ে পড়েন। আবার কেন্দ্রে আসার পথে সড়কে যানজট থাকায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতেও শিক্ষার্থীদের অসুবিধা পোহাতে হয়। আজকের পরীক্ষা শুরুর আগেই ছাত্রদলের নেতাকর্মীরা যানজট নিরসন করে শিক্ষার্থীদের নিবিঘ্নে কেন্দ্রে পৌঁছে দেয়। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের হাতে কলম, পেন্সিল, স্কেল, বিশুদ্ধ পানি ও স্যালাইন তুলে দেয়। 

অভিভাবকরা আরো বলেন, তারা আমাদের জন্যেও ছাউনি, বসার জন্য চেয়ার, বিশুদ্ধ পানি, স্যালাইন ও নাস্তার ব্যবস্থা করেছেন। ছাত্রদলের এমন উদ্যোগে সন্তুষ্ট অভিভাবকরা।

ছাত্রদল নেতারা বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন থেকে সড়কে যানজট তৈরী হয়ে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা ও তীব্র গরমে পানির বিশুদ্ধ পানির সমস্যা এবং প্রখর রোদের মধ্যে অভিভাবকদের বসার জায়গা সংকট তৈরী হয়। তাই পরীক্ষার্থীরা যাতে নিবিঘ্নে পরীক্ষা দিতে পারে, তার জন্য তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেডিকেল টিম, কলম, পেন্সিল, স্কেল, পানি, স্যালাইন, অভিভাবক ছাউনি, বসার জন্য চেয়ার ও নাস্তার ব্যবস্থা করা হয়। আগামীতেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ছাত্রদল নেতারা।