নোয়াখালী জেলা শহরের আবদুল মালেক উকিল সড়কের বড় মসজিদ মোড়, বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা ও সোনাইমুড়ি উপজেলার বজরা বাজারে লাইনে দাঁড়িয়ে ইফতার নিচ্ছে নিন্মআয়ের অসহায়-দরিদ্র মানুষরা। তবে সেটা দান কিংবা সহযোগিতা নয়, বিনিময়ে তাদের গনতে হচ্ছে ২ টাকা। সমাজে ফ্রি দেওয়া ও খাওয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ২৫০জন রোজাদারের হাতে ২ টাকার ইফতার তুলে দিচ্ছেন বেসরকারি সেচ্চাসেবী সংগঠন ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’। প্রতি প্যাকেট ইফতার ২ টাকায় পেয়ে খুশি নিন্মআয়ের অসহায়-দরিদ্র মানুষরা।
ইফতার ম্যানুতে রয়েছে খেজুর, ছোলা, পেয়াজু, আলুর সব, বেগুনি, মুড়ি। এছাড়া সপ্তাহে দু’দিন ফল ও খিচুড়িও দেওয়া হয়।
২ টাকায় ইফতার নিতে আসা রোজাদারগন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা যারা নিন্মআয়ের মানুষ আছি, আমাদের ইফতার কিনে খাওয়া তো দুরের কথা, সংসার চালাতেও কষ্ট হয়ে যাচ্ছে। তাই রমজানের শুরু থেকেই এই স্টল থেকে ২ টাকায় ইফতার কিনে খাচ্ছি।
২টাকায় ইফতারের অনুভুতি কেমন এমন প্রশ্নে তাঁরা বলেন, বর্তমান বাজারে যেখানে ২ টাকায় একটা ললিপপও পাওয়া যায় না, সেখানে ২ টাকায় ১০০ টাকার ইফতার পাচ্ছি, এটা তো অনেক খুশির। আমরা এই তরুণ ছেলেদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের এই কার্যক্রমকে কবুল করুক। তাঁরা যেন আমাদেরকে আগামীতেও এই ২ টাকার ইফতার খাওয়াতে পারেন।
‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ এর স্বেচ্ছাসেবীরা বলেন, ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ টিম অনলাইনে মানুষকে সহযোগিতার পাশাপাশি সামাজিক কাজগুলো করে আসছে। পবিত্র মাহে রমজানে অনেক মধ্যবিত্ত এবং নিন্মআয়ের মানুষ আছে, যারা ঠিক মতো ইফতার ক্রয় করে ক্ষেতে পারে না। তাদের কথা চিন্তা করে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। দিনভর রোজা রেখে এই উদ্যোগ বাস্তবায়নে যখন কাজ করি, তখন রোজাদারদের মুখে হাসি দেখলে আমাদের সকল পরিশ্রম ভুলে যায়। আমাদের এই উদ্যোগের পরিধি আরো বাড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইদুর রহমান রায়হান বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূলোর যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণে সমাজে অসহায় মানুষ যারা রয়েছে, তারা পবিত্র মাহে রমজানে ভালোভাবে ইফতার করতে কষ্ট পাচ্ছেন। নিন্মআয়ের অসহায়-দরিদ্র মানুষের কথা চিন্তা করে গত দুই বছর আগে ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ ২ টাকার ইফতার এই প্রজেক্ট চালু করে মাস ব্যাপী রোজাদারদের মাত্র ২ টাকার বিনিময়ে উন্নতমানের ইফতার সরবরাহ করে আসছে। আমাদের মুল উদ্দেশ্য হলো- সমাজে ফ্রি দেওয়া এবং ফ্রি খাওয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং মানুষ যাতে লজ্জা না পায় তাই ২ টাকা করে তাদের কাছে এই ইফতার বিক্রি করা। এতে দরিদ্র মানুষগুলো একান থেকে ইফতার গ্রহণ করতে নিজেদের আড়াল করবে না। তাঁরা বাজার থেকে যেভাবে ইফতার ক্রয় করেন, আমাদের এখান থেকেও ওইভাবেই ইফতার সংগ্রহ করছেন।
‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ এর ২ টাকার ইফতার প্রজেক্টের মাধ্যমে জেলা শহরের বড় মসজিদ মোড় এবং পার্শবর্তী বেগমগঞ্জ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলায় প্রতিদিন ২৫০জন রোজাদারকে ইফতার প্রদান করা হচ্ছে বলেও জানান সংগঠক রায়হান।
সরেজমিনে দেখা গেছে, ২ টাকার ইফতার স্টলে আসা নিন্ম আয়য়ের মানুষের মুখে আনন্দের হাসি ভেসে ওঠে। তাঁদের মুখে কোরআনের জিকিরের সঙ্গে সঙ্গে সংগঠনের স্বেচ্ছাসেবীদের জন্য ফুটে ওঠে দোয়ার বাণী।