নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জায়গা দখল, মিথ্যা অপপ্রচার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি।
আজ মঙ্গলবার (২৫মার্চ) সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি
রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন
সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিহিরগাও গ্রামের
বাসিন্দা।
সংবাদ সম্মেলনে মামুন অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী
সাইফুল ইসলাম লাভলু ও জাকের হোসেন পরিকল্পিতভাবে বিভিন্ন মাধ্যমে মিথ্যা
অপপ্রচার করে আমার মানহানি করে আসছে। এছাড়াও আমার পৈত্রিক সূত্রে পাওয়া
জায়গা তারা জোরপূর্বক দখল করে দালান উঠাচ্ছে। এ বিষয়ে তাদের বাধা দিতে গেলে
লাভলু ও জাকের বাড়াটে সন্ত্রাসীদরে ধারা আমার বাড়িঘরে হামলা চালায়। যেকোনো
সময়ে আমাকে মেরে ফেলার হুমকিও দেয় লাভলু। এই মুহূর্তে আমি আমার জীবনের
নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সোনাইমুড়ী থানায় অভিযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রশাসনকে অনুরোধ করবো বিষয়টি সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী মামুন।