নোয়াখালীর সদর উপজেলার ঠেকার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত শনিবার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন শান্তি সংঘ ফাউন্ডেশনের ১০তম দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা পরিষদ, নির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্য ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দোয়া অনুষ্ঠানে ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থানের জন্য বাংলাদেশ সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানায় সংগঠনটির নির্বাহী কমিটি। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠা ও প্রধান নির্বাহী রশিদুর রহমান সংগঠনের আগামীদিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এই সময় আমন্ত্রিত অতিথিরা সামাজিক ও সংস্কৃতিক কর্মকান্ডে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আশার আহ্বান জানান।
উল্লেখ্য, ফাউন্ডেশনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ফাউন্ডেশনটি সামাজিক উন্নয়ন, দারিদ্র্যতা বিমোচন, শিক্ষা সহায়তা, বৃক্ষ রোপণ সহ নানামুখী উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৪ এর সরণকালের ভয়াবহ বন্যায় সংগঠনটির কার্যক্রম ব্যপক আলোচিত ও প্রশংসিত হয়।