

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তবে তা কাটিয়ে উঠে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যের সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে।”
এই বৈঠকটি ছিল ১৫ বছরের মধ্যে প্রথম বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা। পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমনা বালুচ।
বালুচ আশা প্রকাশ করেন, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক ডারের আসন্ন বাংলাদেশ সফর ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করবে।