ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স


স্মার্ট প্রতিনিধি
১০:২৫ - শনিবার, নভেম্বর ২৯, ২০২৫
খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। 

তিনি বলেছেন, “বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে নিয়ে যাওয়া হবে। দেশের বাইরে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।”

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আযম খান আরও বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং দেশের মানুষের কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও একই উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন।

আরও পড়ুন: লুটপাটে জড়িতদের শাস্তির আহ্বান মির্জা ফখরুলের

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার শঙ্কায় ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি মেডিকেল বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।