ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের মধ্যেই


স্মার্ট ডেক্স
১৮:৪৬ - রবিবার, আগস্ট ১৪, ২০২২
আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের মধ্যেই


সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার ভূমিকম্প। এটি হালকা মানের ভূমিকম্প। কোন ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার। রিখটারস্কেলে এর মাত্রা ছিল ৪।

ছোট মাত্রার হওয়ায় এই ভূমিকম্পের ঝাঁকুনি অনেকেই বুঝতে পারেননি। ক্ষয়ক্ষতির খবরও এখনও আসেনি।

এর আগে ১৪ সেপ্টেম্বর সিলেট কেঁপে ওঠে ভূমিকম্পে। ওইদিন বিকাল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।