স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ জনবল গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ আগস্ট) স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে বাংলাদেশ। আগামী নির্বাচনের ইশতেহারের স্লোগান স্মার্ট বাংলাদেশ।
সরকারের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, নানা অপপ্রচার করা ব্যঙ্গকারীরাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে।
এসময় গ্রাম ও শহরের মধ্যে এখন ডিজিটাল বিভাজন অনেক কমেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।