পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে মাদকাসক্ত ছেলে ইছার উদ্দিনের দা’এর কোপে মা সারেদা খাতুন (৬০) নিহত হয়েছে।
এ সময় বাবা আ. সোবাহান ও স্ত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইছার পালাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে মাদকসেবী ইছার টাকার জন্য স্ত্রীকে মারধর করতে থাকে। এসময় তাকে নিবৃত্ত করতে মা সারেদা ও বাবা সোবাহান তাদের ঘরে গেলে ইছার তাদের উপর চড়াও হয়ে পাশে রাখা দেশীয় অস্ত্র দা দিয়ে মা সারেদা খাতুন কে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে নিবৃত্ত করতে গেলে বাবা ও স্ত্রীকে এলাপাথারী কোপায় ইছার। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন সরকার জানায়, আমরা ঘটনাস্থলে এসেছি। মামলার প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি আসামিকে আটক করতে সক্ষম হব। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।