মহাসমাবেশের দিন নাশকতার ঘটনায় দায়ের করা আরেক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরো ১ মামলায় ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ২ মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।
গত সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এ আদেশ দেন। ১০ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেছে আদালত। পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করেন আদালত।
এর ফলে ১০ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, নাশকতার ৯ মামলায় জামিন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মুক্তিতে আর মাত্র ১ টি মামলায় জামিন বাকি রইলো।