ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

ময়মনসিংহে ট্রাক-পিকাপ সংঘর্ষে নিহত ৩


স্মার্ট প্রতিনিধি
৩:০৯ - মঙ্গলবার, জানুয়ারী ২৩, ২০২৪
ময়মনসিংহে ট্রাক-পিকাপ সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনি বোঝাই পিকআপের চালকসহ ৩জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী।

তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষে পণ্যবাহী পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চিনি বোঝাই পিকআপটির চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় আহত অপর ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।