ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু


স্মার্ট প্রতিনিধি
১:৩৭ - মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ি উপজেলায় তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সোনিয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু।

মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফয়জুর রহমান, শিরি বেগম, ১৬ বছরের সামিয়া, ১৩ বছরের শিশু সাবিনা ও আট বছরের শিশু সায়েম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরের ওপর পড়ে। এতে  বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় সোনিয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জুড়ি থানার ওসি এস এম মাইনুদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।