ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

দল খারাপ খেললে শাহরুখ মাথা গরম করে, আমার ওপর রাগ দেখায়


দিদারুল আলম, স্মার্ট বাংলাদেশ
৪:২৬ - বুধবার, এপ্রিল ১০, ২০২৪
দল খারাপ খেললে শাহরুখ মাথা গরম করে, আমার ওপর রাগ দেখায়

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ চলাকালীন উত্তেজনার আঁচ ছড়ায় মাঠ থেকে গ্যালারিতে। ক্লাববক্সে বসে থাকা ক্রিকেট টিমের মালিকদের অবস্থা ঠিক কী রকম হয়? 

জুহি চাওলা সম্প্রতি জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ চলাকালীন অসম্ভব টেনশনে থাকেন তিনি আর শাহরুখ খান। 

গ্যালারির টেনশনের অভিজ্ঞতা নিয়ে মুম্বাইয়ের রুটস টু রুটস ইভেন্টে কথা বলেছেন জুহি। শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। 

কলকাতা নাইট রাইডার্সের মালিকানায়ও রয়েছে দুই বন্ধুর শেয়ার। কেকেআরের ম্যাচে দুই বন্ধুকে একসঙ্গে গ্যালারিতে দেখে খুশি হোন ভক্তরা। তবে এবার জুহি চাওলা জানিয়েছেন, শাহরুখের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা তাঁর জন্য মোটেও সুখকর নয়।

কেকেআর নিয়ে শাহরুখ-জুহির আবেগও যে ম্যাচের সময়ে মাত্রা ছাড়ায়, তা ক্যামেরায় ধরা পড়ে মাঝেমধ্যেই। এবার জুহির কথায় তারই আভাস মিলল। জুহি জানিয়েছেন, কেকেআর যদি খারাপ খেলে, শাহরুখ নাকি চিৎকার করেন তাঁর ওপর। 

জুহির কথায়, ‘দল খারাপ খেললে ও মাথা গরম করে, আর আমার ওপর রাগ দেখায়। আমি তখন বলি, কথাগুলো আমাকে না বলে টিমকে বলো!’

জুহি আরও বলেন, ‘আমাদের সঙ্গে বসে কেউ খেলা দেখলে তার খুব ভালো অভিজ্ঞতা হবে না।’

তবে জুহি জানিয়েছেন, গ্যালারিতে এমন অভিজ্ঞতা প্রায় সব দলের মালিকদেরই হয়। দল মাঠে খেলার সময় টেনশনে সব মালিকই ঘামতে থাকে।

উল্লেখ্য, শাহরুখ খানের বহু সিনেমায় সহ-অভিনেতা ছিলেন জুহি চাওলা। তাঁদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। শাহরুখপুত্র আরিয়ানের জামিনদারও হয়েছিলেন জুহি। মুম্বাই সেশন কোর্টে নিজে গিয়ে আরিয়ানের মুক্তির জন্য ১ লাখ রুপির জামিন বন্ডে স্বাক্ষর করেন তিনি।