শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার ফল কিভাবে হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। অবশ্য এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করেনি শিক্ষা মন্ত্রণালয়।
এদিন পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। পুনরায় পরীক্ষা শুরুর তারিখ ১১ সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পেছাবে।
তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে, পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা আমাদের দাবি একটাই-পরীক্ষা বাতিল চাই, দাবি মোদের একটাই-পরীক্ষা বাতিল চাই, আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম, পরীক্ষা না বিকল্প, বিকল্প-বিকল্প, যুক্তি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না, চলছে লড়াই-চলবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।