ঢাকা বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

Rupalibank

শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানো জরুরি: শিক্ষামন্ত্রী


স্মার্ট ডেক্স
১৬:০৪ - মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানো জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘বর্তমানে বাচ্চাদের শরীরচর্চার চেয়ে ডিভাইসের প্রতি আসক্তি বেশি। এ কারণে অনেকেই নানান রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে আমি নিজেও সহযোগিতা করবো।’

সোমবার (৫ ডিসেম্বর) কিয়োকুশিন কারাতে বাংলাদেশ শাখার উদ্যোগে ১৯তম ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কিয়োকুশিন কারাতে হতে পারে শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের অন্যতম একটি মাধ্যম।’

অনুষ্ঠানে কিয়োকুশিন কারাতের বাংলাদেশ শাখার প্রধান সেন্সি আরিফুর রহমানকে জাপান থেকে আসা সার্টিফিকেট দেওয়া হয়। এতে কিয়োকুশিনের বিভিন্ন শাখার আটজন শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট দেওয়া হয়।

এছাড়া সন্মাননা বেল্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু। পরে সদ্যপ্রাপ্ত বেল্টধারীরা মনোজ্ঞ কারাতে প্রদর্শনী উপস্থাপন করেন।