ঢাকা বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

Rupalibank

মাগুরায় ঈদের নামাজ আদায় করলেন সাকিব


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
৯:২৩ - শনিবার, এপ্রিল ২২, ২০২৩
মাগুরায় ঈদের নামাজ আদায় করলেন সাকিব

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় করেছেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় ঈদুল ফিতরের প্রধান নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হাদয়ার টুটুল ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান জেলার প্রধান জামায়াতে নামাজ আদায় করেন।

এ সময় সাকিবের সঙ্গে তার বাবা মাশরুর রেজা কুটিল ও খালাতো ভাই ক্রিকেটার সোহাসহসহ সর্বস্তরের জনগণ এ জামাতের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে ক্রিকেটার সাকিব আল হাসান জেলা প্রশাসকসহ উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।