ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ২৫০ ছাড়াল


স্মার্ট প্রতিবেদক
১৪:৩৯ - সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ২৫০ ছাড়াল

দেশের বিভিন্ন থানায় এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো ১৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সরকারের মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে।

এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ২৫৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২১৩টি হত্যা মামলা এবং বাকি মামলাগুলোর অধিকাংশই হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগে দায়ের করা হয়েছে। সম্প্রতি ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতিত হওয়ার পর ১৫ আগস্ট ঢাকার আদালতে প্রথম মামলা দায়ের হয়। তারপর থেকে দেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মামলা চলতে থাকে।

তিনটি মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে :

১. হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা  

১৯ জুলাই রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়া মো. রুমনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। মামলার বাদী রুমনের বোন রুমিয়া আক্তার। তার দাবি, হেলিকপ্টার থেকে গুলি করে রুমনকে হত্যা করা হয়।

২. গুলশানে গুলি করে হত্যা  


১৯ জুলাই গুলশান এলাকায় আবুজর শেখকে গুলি করে হত্যা করা হয়। এর ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে। মামলার বাদী আবুজরের মা ছবি খাতুন। অভিযোগে বলা হয়, ওই দিন সন্ধ্যায় ছাত্র-জনতার মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা গুলি চালালে আবুজর গুলিবিদ্ধ হন এবং ৯ দিন পর মারা যান।

৩. কিশোরকে গুলি করে হত্যাচেষ্টা

১৯ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ১৬ বছরের কিশোর সুলাইমানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে। মামলার বাদী সুলাইমানের মা রেখা বেগম। মামলায় বলা হয়েছে, মিছিলে অস্ত্রধারী আওয়ামী লীগ নেতারা গুলি চালালে সুলাইমান গুলিবিদ্ধ হন।

এছাড়াও, আরো বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে বিভিন্ন এলাকার উপরোক্ত হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে। এসব মামলায় শেখ হাসিনার সাথে যুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে অনেক আসামি।

এ পর্যন্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, সরকারি আমলাসহ ৯০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি পৃথক হত্যামামলার আবেদন জমা পড়েছে এবং এসব বিষয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।