ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১৩:০১ - রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে টাইগার যুবারা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এ সেমিতে এক পা দিয়ে রাখল লাল-সবুজেরা।

রবিবার (১ ডিসেম্বর) দুবাইতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫ দশমিক ৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় নেপাল। জবাবে ২৮ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন কালাম। লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা খোলার আগেই ফেরেন এই ওপেনার।

কালাম ফিরলেও আরেক ওপেনার আবরার দুর্দান্ত ব্যাটিং করেন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন তিনি। এরপর ৬৫ বল ৫৯ রান করে এই ওপেনার ফিরলেও জয়ের ভিত পেয়ে যায় যুবারা।

সেই ভিতে দাঁড়িয়ে দলকে সহজ জয় এনে দেন তামিম। গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আজও ফিফটি করে অপরাজিত ছিলেন। মিডল-অর্ডারে শিহাব-রিজনরা দ্রুত ফিরলেও একপ্রান্তে দাঁড়িয়ে রানের চাকা সচল রেখেছিলেন তিনি।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে নেপাল। দলীয় ফিফটির আগে ৩ উইকেট খুইয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল। একপ্রান্ত আগলে রাখলেও ৪৩ রানের বেশি করতে পারেননি ওপেনার আকাশ ত্রিপাঠি।

এ ছাড়া ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মাগার ও আভিষেকরা। ব্যক্তিগত ২৯ রানে ফেরেন তারা। ফলে, দেড়শ ছোঁয়ার আগেই অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে ফাহাদ, ইমন ও রিজন দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া রাফি, তামিম ও সাদ একটি করে উইকেট নেন।