ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

চমক রেখে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১০:০৯ - সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
চমক রেখে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওয়ানডে সিরিজও খেলা হচ্ছে না। তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া চোটের কারণে মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়ও নেই।

ঘোষিত স্কোয়াডে আফগানিস্তান সিরিজের দলে থাকা বাঁ-হাতি ওপেনার জাকির হাসানও নেই। তবে সেই সিরিজে অভিষিক্ত নাহিদ রানা ক্যারিবিয়ানদের বিপক্ষেও রয়েছেন। এ ছাড়া প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। শান্ত, মুশফিক ও হৃদয়ের অনুপস্থিতিতে ব্যাটিং ইউনিটে আফিফের ওপর ফের আস্থা রাখা হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাসদের সঙ্গে পারভেজ হোসেন ইমনের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জাকের আলী অনিক ফিনিশারের ভূমিকা পালন করবেন।

পেস ইউনিটে নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও চোট কাটিয়ে ওঠা তানজিম হাসান সাকিব রয়েছেন। আর রিশাদ হোসেন ও নাসুম আহমেদ স্পিন বিভাগ সামলাবেন।

বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।