ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

Rupalibank

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে আহত ১৫


স্মার্ট প্রতিবেদক
৮:৫৯ - শনিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৫
সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে আহত ১৫

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙচুর চলাকালে ডাকাত সন্দেহে ১৫ জনকে পিটিয়ে আহত করেছেন এলাকাবাসী। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এলাকাবাসী জানান, ওই সময় মোজাম্মেল হকের বাড়ি থেকে ডাকাত ডাকাত চিৎকার শোনা যায়। এলাকাবাসী বের হয়ে ধাওয়া দিলে অনেকে দৌড়ে পালিয়ে যান। এর মধ্যে কয়েকজন ধরা পড়েন। তাদের মারধর করেন স্থানীয় বাসিন্দারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বলেন, আহত ১৫ জন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতের সংখ্যা আরো বেশি।