

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য আট দলের সঙ্গে নির্বাচন করবো। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি এখনো সক্রিয় আছে। সেই পরাজিত শক্তি এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল করতে। তারা চাইছে জুলাই প্রজন্ম শেষ করে দেওয়ার জন্য।
তিনি বলেন, আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেব বলে ভেবেছিলাম। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি ছিল। এ ছাড়া আরো দুটি দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। কিন্তু এর মধ্যে হাদি ভাইয়ের মৃত্যুর পর দেশের পরিস্থিতি পাল্টে যায়। যে কারণে আমরাও আমাদের সিদ্ধান্ত বদল করেছি।
এ সময় জামায়াতে ইসলামী জোটের সঙ্গে যোগ দেওয়া প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে কথা বলেছি। তাদের নির্বাচনী সমঝোতার সঙ্গে এনসিপি সম্মত হয়েছে। তাই এই সমমনা আট দলের সঙ্গে আমরা একত্রে নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমাদের এই সমঝোতা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে মনে করি এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন। যে কারণে জামায়াতের সঙ্গে জোট আমাদের এই জোট।
সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে সরকারের সহযোগিতা চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।