ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার


স্মার্ট প্রতিবেদক
১১:৪৩ - বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণাও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠক শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় ব্যবসায়ী সমিতি। পাশাপাশি সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার কথাও জানানো হয়।

এ ঘোষণার আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, বিইআরসি কর্তৃক নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। একই সঙ্গে প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানানো হয়।

উল্লেখ্য, বিইআরসি প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। সর্বশেষ ৪ জানুয়ারি কমিশন নতুন মূল্য ঘোষণা করে। এ প্রসঙ্গে সকালে দেওয়া এক লিখিত বক্তব্যে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি দাবি করে, পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই মূল্য সমন্বয় করা হয়েছে।