

নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনে ১০ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারের তারা মঞ্জিলে অবস্থিত জামায়াতের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার এবং দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।