বর্তমান সময়ে বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আর সেজন্যই তারকারা ঝুঁকছেন ওটিটির দিকে। জানা গেছে, বলিউড সুপারস্টার সালমান খানকেও দেখা যাবে ওটিটি সিরিজে।
এক সূত্র ভারতীয় গণমাধ্যম ‘বলিউড লাইফ’-কে বলেছেন, সালমান ওটিটিতে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। একটি অ্যাকশন সিরিজে অভিনয় করবেন তিনি।
তিনি বলেন, ‘সালমান ওটিটির ওয়েব সিরিজ পছন্দ করেন। তিনি একটি অ্যাকশন ওয়েব সিরিজে কাজ করতে রাজি হয়েছেন। এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে। নির্মাতারা সিরিজের ব্যাপারে গোপনীয়তা বজায় রেখেছেন।’
সূত্র আরো বলেন, ‘সিরিজটি নিয়ে সালমান খুবই এক্সাইটেড। নির্মাতাও প্রস্তুতি শুরু করেছেন। তবে আপাতত টাইগার থ্রি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন সালমান। এরপর আরেকটি বড় বাজেটের সিনেমা পাঠান ভার্সেস টাইগার-এর কাজ আছে তার হাতে। এরপর ওটিটি প্রজেক্টের কাজ শুরু করবেন সালমান।’
সালমানের ওটিটি সিরিজটি কোন প্ল্যাটফর্মে আসছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।