আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার সঙ্গে এ দেশের সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষ তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আওয়ামী লীগের বক্তব্য একটাই সেটা হলো, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এটাই আমাদের ওয়াদা। গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে তাই গণতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যের কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসির পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেনি। সংলাপের বিষয়েও তিনি কোনো কথা বলেননি।
কাদের বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগে কোন চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
কাদের আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছরে দৃশ্যমান কোন আন্দোলন করতে পারেনি। তারেক রহমানের রায় নিয়ে বিএনপি গদ বাধা বক্তব্য দিয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের নিজস্ব বিষয়।