ঢাকা বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

Rupalibank

গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক


স্মার্ট প্রতিবেদক
১৩:৫৪ - রবিবার, এপ্রিল ৬, ২০২৫
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জন-অধিকার পার্টি (পিআরপি)।

রোববার (০৬ এপ্রিল) বাংলাদেশ জন-অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট ও মহাসচিব সাংগঠনিক মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার এবং ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে  সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে, ইসরাইলের ভয়াবহ নৃশংসতার ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ জোরদার করার আহ্বান জানানো হয়।

দেশব্যাপী সর্বাত্মক এই হরতাল পালনের জন্য বাংলাদেশ জন-অধিকার পার্টির (পিআরপি) সকল নেতাকর্মী, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে  আহ্বান জানানো হয়।