ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন


স্মার্ট প্রতিবেদক
৭:১৩ - মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গরবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নোয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বকতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সহসভাপতি শাহ ওসমান সুজন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিশাদ, চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, বিটিভি’র নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, বাংলাদেশ প্রতিদিন নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি জুয়েল রানা লিটন, ডিবিসি নোয়াখালী প্রতিনিধি আবুল হাসনাত বাবুল, এস.এ টিভি’র নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুল, খোলা কাগজ নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন সুমন, আমার সংবাদ নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, সাংবাদিক তসলিম সিকদার, মোসলেহ উদ্দিনসহ  জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক নির্যাতনে রাষ্ট্রীয়ভাবে মামলা দায়ের, সাংবাদিক নির্যাতনের ঘটনার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।