ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বন্ধুত্বের বার্তা নিয়ে কলকাতায় বিজয় দিবসে যোগ দেবে বাংলাদেশ


স্মার্ট প্রতিবেদক
১১:৩৬ - শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বন্ধুত্বের বার্তা নিয়ে কলকাতায় বিজয় দিবসে যোগ দেবে বাংলাদেশ

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পারে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বাংলাদেশের মতো ভারতও ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন ও পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের স্মারক দিবস হিসেবে দিনটিকে বিবেচনা করে ভারত।

ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশি প্রতিনিধি দলে কয়েকজন মুক্তিযোদ্ধা থাকতে পারেন।

১৬ ডিসেম্বর পুষ্পস্তবক অর্পণ, সামরিক চিহ্ন এঁকে দেয়া এবং কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালে ফোর্ট উইলিয়ামে ভারতের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশি একটি প্রতিনিধি দল। সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলে ছিলেন কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও কয়েকজন মুক্তিযোদ্ধা।