সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাঁর পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন বাবুগঞ্জ উপজেলা ওর্য়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন। ঢাকা-৮ আসনের বর্তমান সংসদ সদস্য ও ১৪ দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতা তিনি।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার বাবুগঞ্জের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
তাঁর আসনে (ঢাকা-৮) এবার দলীয় প্রার্থী হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
মো. শাহিন হোসেন জানান, আজ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেয়া হবে।
তবে এ আসনে এরই মধ্যে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক টিপু সুলতান দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমাও দিয়েছেন।