ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

দেওয়ানগঞ্জে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার


স্মার্ট প্রতিনিধি
৮:৫৭ - সোমবার, এপ্রিল ১, ২০২৪
দেওয়ানগঞ্জে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল। সোমবার (১ এপ্রিল) দুপুরে দেওয়ানগঞ্জ সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপারের কার্যলয় ছাদ থেকে ৪টি শাবকসহ গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর গন্ধগোকুলটিকে শেরপুর বন বিভাগের কাছে হস্তনান্তর করা হয়েছে।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী জানান, সেমবার দুপুরে আমার অফিসের ছার রাজ মিস্ত্রিরা কাজ করছিলো। এসময় একিট পরিত্যাক্ত পাইপের মধ্যে গন্ধগোকুল দেখতে পেয়ে তারা আমাকে জানায়। 

এসময় আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান ও শেরপুর বন বিভাগের রেঞ্জ অফিসার মঞ্জুরুল আলমকে ঘটনা অবহিত করি। তারা ঘটনাস্থলথেকে ৪টি বাচ্চাসহ গন্ধগোকুলটিকে উদ্ধার করে। পরে গন্ধগোকুলগুলো শেরপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের রেঞ্জ অফিসার মনজুরুল আলম  জানান, গন্ধগোকুলগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে বনভিভাগে সংরক্ষণ করা হবে।