খুলনায় বইয়ের দোকানের গোডাউন থেকে হাত-পা বাঁধা অবস্থায় রফিকুল ইসলাম মোল্লা নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মহানগরের কে ডি ঘোষ রোডের একটি বইয়ের দোকানের গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম কে ডি ঘোষ রোডের বইয়ের দোকান পাঠকপ্রিয় লাইব্রেরির কর্মচারী ছিলেন।
জানা যায়, সোমবার রাতে লাইব্রেরীর ম্যানেজার শাহাজাহান মোল্লা গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে পুলিশে খবর দেয়।
খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম মোল্লাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তার গলায় একটি রশি পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।