ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

খুলনায় নিজ ঘরে মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ


স্মার্ট প্রতিনিধি
২২:৩১ - মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪
খুলনায় নিজ ঘরে মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

খুলনার কয়রা উপজেলায় নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হোসনে আরা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ এ‌প্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারবা‌ড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোসনে আরা মাদারবাড়িয়া গ্রামে বসবাসরত মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরার সন্তা‌ন তাকে বা‌ড়িতে রেখে খুলনায় গিয়ে‌ছিলেন। পরে সন্ধ্যায় বা‌ড়িতে এসে দেখেন তার মায়ের ঘরে তালা লাগানো। এরপর মাকে খোঁজাখু‌জি করে কোথাও না পেয়ে পুলিশকে খবর দেন। কয়রা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে হোসনে আরার হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দে‌খেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরে প্রবেশ ক‌রি। মরদেহ‌টির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত করছি। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।