ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

আওয়ামী লীগের ৩ নেতাকে সন্ত্রাসীদের গুলি


স্মার্ট প্রতিনিধি
২৩:০৪ - শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪
আওয়ামী লীগের ৩ নেতাকে সন্ত্রাসীদের গুলি

খুলনা-যশোর সীমান্তের রাজঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিন আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। 

তাদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন মোল্লা ওরফে লিটু মোল্লা (৪৮), দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ ভূঁইয়া ও যুবলীগ নেতা নাসিম মোল্লা।

খুলনার ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ২/৩ জনের একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে লিটু ও সজিবসহ আরেকজন আহত হন। তাদের খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গুলিবিদ্ধ ৩ জনকে দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।