ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


স্মার্ট প্রতিনিধি
২৩:৫৬ - বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতেরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি স্কেপেটরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, ঘটনাস্থলেই দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতেরা হলেন, বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের সঠিখোলা গ্রামের বদরুল ইসলাম সিকদার (৬০) এবং বরিশাল সদর উপজেলার বটতলা এলাকার মো. মনিরুজ্জামান (৬১)।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।