ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


স্মার্ট প্রতিনিধি
৫:১২ - শনিবার, এপ্রিল ২০, ২০২৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে পবা উপজেলার মুরারীপুর এলাকার এ দুর্ঘটনাটি ঘটে। 

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজশাহীর দামকুড়ার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), সুত্রাবন এলাকার আলমগির হোসেনের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাটের বড়বাড়ি এলাকার জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। 

আহতরা হলেন- রাজশাহীর দামকুড়ার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কচবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)। 

পুলিশ জানায়, একটি ড্রাম ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত হন ৩ জন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদেরকে হাসপাতালের ৩১ ও ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে, অন্যদের চিকিৎসা চলছে। ঘাতক ট্রাকটিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। 

এ ঘটনায় আরএমপির দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।