ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

গভীর নলকূপের গর্তে পড়ে গেল যুবক, অতঃপর.


স্মার্ট প্রতিনিধি
৫:১৬ - শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
গভীর নলকূপের গর্তে পড়ে গেল যুবক, অতঃপর.

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পূর্ব নেজামপুর গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপে রনি বর্মণ নামের এক যুবক পড়ে গেছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধারে নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুটি দল কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক।

তিনি বলেন, পরিত্যক্ত পানি তোলা ডিপ মেশিনের খাদে একজন মানসিক প্রতিবন্ধী যুবক পড়ে গেছে। খাদের গভীরতা আনুমানিক ১৫০ থেকে ২০০ ফুটের মতো হবে। খবর পেয়ে আমরা উদ্ধারকাজ চালাচ্ছি।