ফর্মহীনতায় প্রশ্নের মুখে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। তাই চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন শান্ত। পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন শান্ত। তাই তো নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি পাঠিয়েছেন তিনি। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।
ক্রিকেটবিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, শান্ত ইতোমধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে তিনি তার সিদ্ধান্ত কথা জানিয়েছেন। এখন তা অনুমোদনের অপেক্ষায় আছে। বোর্ড সভাপতি বর্তমানে দেশের বাইরে আছেন।বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, হ্যাঁ, শান্ত আমাদের জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দিতে চায়। বিষয়টি স্বীকার করেছেন শান্তও, দেখা যাক কী হয় (নেতৃত্ব যেহেতু চিন্তার কারণ মনে হচ্ছে), আমি বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
এদিকে শান্ত সরে দাঁড়ালে কে হবেন বাংলাদেশের নতুন অধিনায়ক এ নিয়ে চলছে আলোচনা। জোর গুঞ্জন এবার আর বিসিবি এক অধিনায়কে যাচ্ছে না। সেক্ষেত্রে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের দায়িত্ব পেতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন ব্যাটার তাওহিদ হৃদয়।
২০২৩ সালে ব্যাট হাতে অসাধারণ সময় কাটান শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন দুর্দান্ত। ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন তিনি। ওই বছর আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে শতরান করে ম্যাচ জেতাতে সাহায্য করেন।