যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (৬ নভেম্বর) তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দলটি ট্রাম্পের জয়ের সংবাদ শেয়ার করে তাকে অভিনন্দন জানায়।
আওয়ামী লীগ লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প! সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার নামে যুদ্ধ বন্ধ হোক। দেশে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে অগণতান্ত্রিক শাসন বন্ধ হোক।
এছাড়া, উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প এই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে পুনরায় প্রবেশের সুযোগ পাচ্ছেন।
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ তাদের বিভিন্ন নির্দেশনা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রদান করে আসছে।