ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

ভাসানচরে বিস্ফোরণ : চমেক হাসপাতালে দগ্ধ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু


স্মার্ট প্রতিনিধি
৬:০৭ - রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৪
ভাসানচরে বিস্ফোরণ : চমেক হাসপাতালে দগ্ধ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে দগ্ধ তিন বছরের এক শিশু মারা গেছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে (৩) মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সন্ধ্যা ৬টার দিকে দগ্ধ ৭ জনকে হাসপাতালে আনা হলে রাসেল নামে ৩ বছরের এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন দগ্ধ ৬ জনের মধ্যে জোবাইদা (২৫) শরীরের ২৫ শতাংশ, আমেনা খাতুনের (২৪) ৮ শতাংশ, মো. সোহেলেফ (৫) ৫২ শতাংশ, রুবি আলমের (৫) ৪৫ শতাংশ, রুশমিনার (৩) ৫০ শতাংশ, মোবাশ্বেরার (৩) ৬০ শতাংশ পুড়ে গেছে।

এছাড়া দগ্ধ সবার শ্বাসনালীও পুড়ে গেছে বলে জানা গেছে।