জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
সদর ও সুবর্ণচর উপজেলায় দোয়া ও কাঙ্গালী ভোজের জন্য প্রত্যেক ইউনিয়নে একটি করে গরু, নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করেছেন নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
নোয়াখালী পৌরসভা এলাকার প্রত্যেক ওয়ার্ডে ২০ হাজার টাকা ও জেলা পরিষদ প্রাঙ্গণে ৪টি গরু দিয়ে কাঙ্গালী ভোজের আয়োজন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভা কক্ষে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট।এতে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সকল উপজেলা ও পৌরসভায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তেলন ও নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকল দলীয় কার্যালয়, মসজিদ ও ধর্মীয় অন্যান্য উপাসনালয়ে কোরআন খতম, বিশেষ দোয়ার আয়োজন, দিনব্যাপি (আযান ও নামাজের সময় ব্যাতিত) দলীয় কার্যালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকল ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় কার্যালয়ে দুস্থ, এতিম ও অসহায় মানুষের জন্য কাঙ্গালীভোজের আয়োজন, রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।