ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

Rupalibank

‘ন্যাশানাল টেক এওয়ার্ড’ পেলেন নোয়াখালীর রায়হান


স্মার্ট প্রতিনিধি
১৪:২৭ - বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
‘ন্যাশানাল টেক এওয়ার্ড’ পেলেন নোয়াখালীর রায়হান

বাংলাদেশের জনপ্রিয় শিক্ষামুলক অনলাইন প্লাটফর্ম ওয়ান ওয়ে স্কুলের উদ্যোগে আয়োজিত ন্যাশনাল টেক কার্নিভালে ডিজিটাল চেঞ্জমেকার ক্যাটাগরিতে দেশের সেরা সংগঠক হিসেবে ‘ন্যাশানাল টেক এওয়ার্ড-২০২৪’ পেয়েছেন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সাইদুর রহমান রায়হান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ওয়ান ওয়ে স্কুলের প্রতিষ্ঠাতা সিফাতুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ন্যাশনাল টেক কার্নিভালে দেশব্যাপী ডিজিটাল প্লাটফর্মে কাজ করা সংগঠন থেকে বাছাই শেষে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সাইদুর রহমান রায়হানের হাতে এই এওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন, ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী।

এসময় ডিজিটাল চেঞ্জমেকার হিসেবে কাজ করায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সাইদুর রহমান রায়হান’সহ সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামীতে দেশব্যাপী আরো জরালোভাবে সাইবার বুলিং প্রতিরোধে কাজ করার আহব্বান অনুষ্ঠানের জানান বক্তবারা।

অনুষ্ঠানে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সাইদুর রহমান রায়হান বলেন, অনলাইনে সাইবার বুলিং প্রতিরোধে অনেকদিন ধরে কাজ করছি এবং সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা গড়ে তুলেছি। সাইবার বিষয়ে মানুষকে সচেতন করলেই সমাধান মিলবে। বিগত ৩ বছর থেকে শুরু করে এখনো আমাদের কাজ চলমান। আমাদের লক্ষ্য সারাদেশব্যাপী সাইবার বুলিং প্রতিরোধে কাজ করবো। সাইবার বুলিং প্রতিরোধে সবাইকে সচেতন করবো।

তিনি বলেন, এই ‘ন্যাশানাল টেক এওয়ার্ড’ নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সকল সদস্যের, সকল শুভাকাঙ্খির। সংগঠনের সেবার পরিধি আরো গতিশীল করতে সকলের সহযোগিতা চেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রায়হান।