নোয়াখালীতে হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের আওতায় ১০ গর্ভবতী মাকে এএনসি সেবা গ্রহণের জন্য এককালীন অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) নোয়াখালী শাখার আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সমাজকল্যান পরিষদের অনুদান প্রাপ্ত প্রকল্পে হতদরিদ্রের গর্ভকালীন নির্যাতনের ধরন অনুযায়ী এই অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে এফপিএবি নোয়াখালী শাখার সভাপতি নসরত জাহান বেগমের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, এফপিএবি নোয়াখালী শাখার সহ-সভাপতি লিয়াকত আলী খাঁন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু হাসান মো. নোমান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হতদরিরদ্র নারীদের সরকারের হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্প এবং পরিবার পরিকল্পনা সমিতির মাধ্যমে প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সব ধরনের সহায়তা প্রদান করা হবে। ব্যল্য বিয়ের কুফল তুলে ধরে এবং সন্তানদের লেখাপড়াসহ অন্যান্য বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেন বক্তারা।