ঢাকা বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

Rupalibank

নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত: উপদেষ্টা আসিফ


স্মার্ট প্রতিবেদক
১২:৪৭ - মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত: উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জানিয়েছেন, নির্বাচন নিয়ে ধৈর্য হারা না হয়ে সংস্কার কাজে সহায়তা করুন। নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার। রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর।

এতে আরো উপস্থিত ছিলেন- দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। পরে তিনি দুঃস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়াও এদিন বিকালে উপদেষ্টা আসিফ মাহমুদ খানসামা উপজেলার পাকেরহাটে একটি জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে।