"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীরারিত্ব অগ্রগতি" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়নের জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে বৃক্ষরোপন ও মৎস্য অবমুক্তকরন শেষে কার্যালয়ের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।
আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া হেলিম প্রমুখ।