নোয়াখালী-২৭ আগস্ট ২০২৫: আমি নিন্মস্বাক্ষরকারী লিখিত আবেদনে জানাইতেছি যে, দৈনিক দেশেরপত্র এবং দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকা’সহ একাধিক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় গত ২১ আগস্ট ২০২৫ তারিখে “বেগমগঞ্জে জনবহুল এলাকায় ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমার মালেকীয় । ‘মেসার্স এন বি এম নওফিল-২’ এর বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা মোটেও সত্য নয়। এটি সম্পূন্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃত পক্ষে পরিবেশ অধিদপ্ত, বনবিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের যাবতীয় বিধিবিধান মেনে পরিবেশবান্ধব পক্রিয়ায় ‘মেসার্স এন বি এম নওফিল-২’ ইটভাটাটি পরিচালনা করা হচ্ছে। কিন্তৃু একটি কুচক্রি মহল ব্যক্তি স্বার্থে জাতির বিবেক সাংবাদিকদের মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে পরিকল্পিতভাবে শুধুমাত্র আমার মালেকীয় ইটভাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে। আমার ইটভাটার বিরুদ্ধে অভিযোগকারী স্থানীয় নুরুল ইসলাম এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক বরাবর লিখিতভাবে তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে সরকারি বিধিবিধান মেনে পরিবেশবান্ধব পক্রিয়ায় ‘মেসার্স এন বি এম নওফিল-২’ ইটভাটাটি পরিচালনা করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
প্রতিবাদকারী-
মো.ইকরাম উল্যাহ
প্রোপাইটর
মেসার্স এন বি এম নওফিল-২
মধুপুর, গোপালগঞ্জ, বেগমগঞ্জ, নোয়াখালী।