ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ


মোহাম্মদ সোহেল, স্মার্ট বাংলাদেশ
১৪:৩৫ - মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
নোয়াখালীতে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

নোয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ের শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালী জেলা কার্যালয়ের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার শিশু-কিশোররা নানা বিভাগে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদরের মডেল নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইয়াছিন আরাফাত। তাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আবদুল মবিন মিয়া, বিভিন্ন মসজিদের খতিব-ইমাম, শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবকসহ ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলার ৯ উপজেলার ৯৩টি ইউনিয়ন থেকে বাছাইকৃত মোট ৪৬০ জন প্রতিযোগীর মধ্যে ৬০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব বিজয়ী শিক্ষার্থী পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বৃদ্ধি এবং ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।