খেলার চ্যানেলে, অনলাইন প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সেইসঙ্গে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশসহ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যাতে জুয়া খেলার অর্থ পরিশোধ করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা জারি করতে নির্দেশ দেন আদালত।
এ সংক্রান্ত রিট শুনানিতে নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশে দেন। এসময় রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, অ্যাডভোকেট মো. জুলফিকার আলী ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।