রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) রাত রাত নয়টা ৪০ মিনিটে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুস কুদ্দুস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিক পর্যায়ে তিনি বলেন, মগবাজার দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আরো একটি ককটেল ছিল তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ককটেল বিস্ফোরণে আহতের পরিচয় এরই মধ্যে শনাক্ত করা গেছে। তার পরিচয়- সিকিউরিটি গার্ড জাকির হোসেন। তাকে দ্রুত হাসপতালে নেয়া হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছি। সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জেনেছি। হামলার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে জানা যাবে।
বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।