ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

ছাত্র হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে আরো এক মামলা


স্মার্ট প্রতিবেদক
৯:৪২ - বুধবার, আগস্ট ১৪, ২০২৪
ছাত্র হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে আরো এক মামলা

রাজধানীর কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে (১৮) গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে নিহত রাজনের ভাই রাজিব (৩২) এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ নিয়ে দুই দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হলো। এর আগে একই দিনে ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে একজন আইনজীবীকে অপহরণ করে গুম করার অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

এই মামলা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে দায়ের করেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা-পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এছাড়া র‌্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকেও মামলায় আসামি করা হয়েছে।

এর আগের দিন, মঙ্গলবার (১৩ আগস্ট), শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। এই মামলা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে এটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।