কোপা আমেরিকার ডি গ্রুপের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে প্যারাগুয়ের সঙ্গে ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নেভাডায় অনুষ্ঠিত এ ম্যাচে জ্বলে ওঠেন নিজের প্রথম খেলায় নিষ্প্রভ ভিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। অন্যদিকে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়া কলম্বিয়া।
ডি গ্রুপে এক পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে কোস্টারিকা। অন্যদিকে দুই হারে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে প্যারাগুয়ে। এর মধ্য দিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় হলো দলটির।
কোপার এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে গত ছয়টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্যে প্রথম বিজয় অর্জন হলো ব্রাজিলের। চলতি বছরের জানুয়ারিতে দলটির দায়িত্ব নেয়া দরিভাল জুনিয়রের অধীনেও প্রথম জয় পেল দলটি।
গতকালের ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ে শিবিরে আতঙ্ক ছড়ান ভিনিসিয়ুস। অথচ গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মোটাদাগে নিষ্প্রভ ছিলেন এ ফুটবলার। ওই ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সেলেসাওদের।